বাংলা৭১নিউজ, ঢাকা : কিশোরগঞ্জের শোলাকিয়ায় হামলাকারী নিহত আবির রহমান চার মাস ধরে নিখোঁজ ঈদের আগের দিন রাজধানীর ভাটারা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা সিরাজুল ইসলাম।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল মোত্তাকিন এ তথ্য স্বীকার করেন।
তিনি বলেন, আবিরের পরিবার ৬ জুলাই জিডি করে। এতে বলা হয়, গত মার্চ থেকে আবির নিখোঁজ রয়েছেন।
আবির রহমানের বাড়ি ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায়। তার বাবার নাম সিরাজুল ইসলাম। তিনি ঠিকাদারি করেন। চার ভাইয়ের মধ্যে সবার ছোট আবির বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথের বিবিএ পড়তেন।
এর আগে তিনি ‘ও’ লেভেল ও ‘এ’ লেভেল সম্পন্ন করেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়ালে (বিআইটি)। আবিরদের গ্রামের বাড়ি কুমিল্লার দেবীদ্বার উপজেলায়।
দীর্ঘদিন ধরে নিখোঁজ আবিরের পরিচিতজনরা গণমাধ্যমে প্রকাশিত ছবি ও প্রচারকৃত ভিডিওতে তার ছবি দেখে তাকে সনাক্ত করেন।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানের প্রবেশ পথে পুলিশের টহল ভ্যানে হামলা চালায় কয়েকজন সন্ত্রাসী। তারা পুলিশকে লক্ষ্য করে শক্তিশালী ককটেল নিক্ষেপ করে। এতে দুই পুলিশসহ ১২ জন আহত হয়।
আহতদের কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় কনস্টেবল জহিরুল ইসলাম ও আনসারুল ইসলাম মারা যায়।
পরে সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ হয়। এতে হামলাকারী আবির রহমান নিহত হয়। এছাড়া গুলিতে ঘরের মধ্যে নিহত হন স্থানীয় ঝর্ণা রানী ভৌমিক। এ সময় ৩ হামলাকারীকে আটক করে পুলিশ।
বাংলা৭১নিউজ/আরএস