বাংলা৭১নিউজ,ঢাকা: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ থেকে বাসের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে।
আর টিকিট বিক্রির প্রথম দিন ভোর থেকে গাবতলী, সায়েদাবাদসহ বিভিন্ন বাসটার্মিনালে দেখা যায় টিকিট প্রত্যাশীদের উপচে পড়া ভিড়।
আ্জ সকালে আগাম টিকিট নিতে আসা অধিকাংশরাই জানান, ৩০ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে টিকিট কিনতে বেশি আগ্রহী।
ন্যাশনাল, এসআর ট্রাভেলস, হানিফ এন্টারপ্রাইজ, শ্যামলী পরিবহন ও সোহাগ পরিবহন কাউন্টারের সামনে ছিল অধিকাংশ যাত্রীদের ভিড়।
এসআর ট্রাভেলসের সহকারী মহাব্যবস্থাপক প্লাবন রহমান জানান, এবারের ঈদে নন-এসি বাসের টিকিটের মূল্য যা ছিল তা-ই থাকবে। এক্ষেত্রে টিকিটের দাম বাড়ছে না। তবে এসি বাসের টিকিটের ভাড়া কিছুটা বাড়বে। এর পক্ষে তার যুক্তি হচ্ছে, বিলাসবহুল এই গাড়িগুলো গন্তব্যে লোক বোঝাই থাকলেও ফিরে আসে একদম ফাঁকা। সে জন্য টিকিটের দাম বাড়িয়ে রাখা হচ্ছে।
এদিকে সহজ ডটকম নামের একটি অনলাইন সেবাদাতা প্রতিষ্ঠান অনলাইনে নির্দিষ্ট কিছু বাসের টিকিট বিক্রি করছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা ২৮টি বাস কোম্পানির টিকিট অনলাইনে বিক্রি করেন। কলসেন্টারে ফোন করে বা অনলাইনে কেউ চাহিদা দিতে পারেন। এই সেবা পেতে ১৬৩৭৪ নম্বরে কল করতে হবে।
বাংলা৭১নিউজ/সিএইস