পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। তবে প্রথম দিন হওয়ায় যাত্রীদের তেমন ভিড় ছিল না বাস কাউন্টারগুলোতে।
শুক্রবার (২৪ জুন) রাজধানীর গাবতলী, কল্যাণপুর, টেকনিক্যাল বাস কাউন্টার ঘুরে এ চিত্র দেখা গেছে।
গাবতলী বাস কাউন্টারে সকাল থেকেই তেমন ভিড় নেই। কিছু সময় পরপর কিছু যাত্রী এসে তাদের নির্ধারিত দিনের টিকিট কেটে নিয়ে যান। আবার বাস কাউন্টারের শ্রমিকরা যাত্রীদের টিকিট ক্রয়ের জন্য ডাকাডাকি করতেও দেখা গেছে।
পরিবহন সংশ্লিষ্টরা বলেন, শুক্রবার সকাল থেকে একযোগে রাজধানীর গাবতলী ও কল্যাণপুরের বিভিন্ন কোম্পানির বাস কাউন্টার থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। প্রথম দিন হওয়ায় যাত্রীদের তেমন ভিড় নেই।
পরিবহন মালিকরা বলছেন, টিকিট অধিকাংশই এখন অনলাইনে বিক্রি হয়। তাই এখন যাত্রীরা সশরীরে এসে টিকিট কাটেন কম।
ঈদের আগে ৬, ৭, ও ৮ জুলাইয়ের টিকিটের চাহিদা রয়েছে সবচেয়ে বেশি। অনলাইনেও এই তিনদিনের টিকিট বেশি কিনছেন যাত্রীরা।
বাংলা৭১নিউজ/এসএইচ