ফরিদপুরের ৪টি আসনের সংসদ সদস্য পদ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার বেলা সাড়ে ১০টায় ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এই প্রতীক বরাদ্দ অনুষ্ঠানের আয়োজন করেন জেলা রিটার্নিং অফিসার।
এ সময় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. কামরুল আহসান তালুকদার উপস্থিত ৪টি আসনের প্রার্থী, প্রার্থীদের সমর্থক ও প্রস্তাবকের হাতে প্রতীক তুলে দেন।
এ সময় ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরীর প্রস্তাবক জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. আবুল বাশার উপস্থিত থেকে রিটার্নিং কর্মকর্তার কাছে ঈগল প্রতীক দাবি করেন। অন্যকোনো স্বতন্ত্র প্রার্থী না থাকায় রিটার্নিং কর্মকর্তা মজিবুর রহমান চৌধুরী নিক্সনের জন্য ঈগল প্রতীক বরাদ্দ করেন।
এ সময় রিটার্নিং কর্মকর্তা জানান, এখন থেকেই আপনারা নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করতে পারবেন। তবে অবশ্যই সবাই নির্বাচনী আচরণ বিধি মেনে চলবেন। কেউ কারো বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়া থেকে বিরত থাকবেন।
ফরিদপুরের বাকি তিন আসনের মধ্যে ফরিদপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলন, ফরিদপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া ও ফরিদপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী একে আজাদ-এই তিন জনও প্রতীক হিসেবে ঈগল চেয়েছেন ও পেয়েছেন।
বাংলা৭১নিউজ/এসএইচ