বাংলা৭১নিউজ, ডেস্ক: আকাশ থেকে উড়ন্ত অবৈধ ড্রোন নামাতে শিকারি ঈগল পাখি ব্যবহারের পদক্ষেপ নিয়েছে নেদারল্যান্ড ।
এশিয়ার অনেক দেশেই সেই প্রাচীনকাল থেকে ঈগল পাখি দিয়ে শিকার করার প্রচলন রয়েছে।
প্রাচীন সেই ঐতিহ্যকে এখন আধুনিক প্রেক্ষাপটে ব্যবহারের উদ্যোগ নিয়েছে নেদারল্যান্ড পুলিশ। এজন্য গড়ে তুলেছে ঈগল বাহিনী।
অবৈধ ড্রোন সবার নিরাপত্তার জন্য হুমকি হয়ে দেখা দেয়। এমন ড্রোনের উড্ডয়ন ঠেকাতে এবারে হেগে অবস্থিত পাখি প্রশিক্ষণ নিরাপত্তা সংস্থার সঙ্গে একযোগে কাজ করছে নেদারল্যান্ড পুলিশ।
দেশটির পুলিশ গড়ে তুলেছে প্রশিক্ষিত টেকো-ঈগলের বাহিনী। আকাশে উড্ডয়নরত অবৈধ ড্রোনকে ছোঁ মেরে নামিয়ে আনবে এ বাহিনীর ঈগল সদস্য।
এরই মধ্যে নতুন এ বাহিনীর এক সদস্যের তৎপরতা প্রদর্শন করেছে ডাচ পুলিশ। হান্টার নামের দুবছর বয়সী মার্কিন টেকো-ঈগল আকাশ থেকে সফলভাবে নামিয়ে এনেছে অবৈধ এক ড্রোন।
পুলিশ মুখপাত্র বলেন, এভাবেই উচ্চ প্রযুক্তি থেকে সৃষ্ট সমস্যা সমাধানে ব্যবহার হবে নিচু প্রযুক্তি।
বাংলা৭১নিউজ/সূত্র: পার্সটুডে