বাংলা৭১নিউজ, ডেস্ক: ইয়েমেনে এক জানাজার নামাজে সৌদি বিমান হামলায় অন্তত ৮২ জন নিহত এবং ৫৩৪ জন আহত হয়েছে।
রাজধানী সানার খামিজ সড়কে আজ শনিবার এ হামলা চালানো হয়েছে। দক্ষিণাঞ্চলীয় সানার এ এলাকায় সৌদি যুদ্ধবিমানগুলো নয় দফা বিমান হামলা চালিয়েছে।
ইয়েমেনি এক কর্মকর্তার বাবার জানাজার সময় এ সব বিমান হামলা চালানো হয়। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।
ইয়েমেনের আল-মাশিরাহ্ টেলিভিশন বলেছে, রাজধানীর হাসপাতালগুলোতে রক্তের মারাত্মক ঘাটতি দেখা দিয়েছে।
গত বছরের সেপ্টেম্বরে দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ তায়ে’জের মোখা শহরে একটি বিয়ের অনুষ্ঠানে সৌদি বিমান হামলায় অন্তত ১৩০ জন নিরীহ বেসামরিক মানুষ নিহত হয়েছিল।
গত বছরের ২৬ মার্চ থেকে ইয়েমেনের বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধ শুরু করেছে সৌদি আরব। এতে ১০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।
বাংলা৭১নিউজ/সূত্র:পার্সটুডে