বাংলা৭১নিউজ, ডেস্ক: ইয়েমেনের একটি মাদ্রাসায় সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় ১০ শিশু নিহত ও অপর ২৮ জন আহত হয়েছে। দেশটির উত্তরাঞ্চলে বিদ্রোহীদের নিয়ন্ত্রিত একটি প্রদেশে স্কুলটি অবস্থিত।
ডক্টর্স ইউথআউট বর্ডার্স (এমএসএফ) রোববার একথা জানিয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
শনিবার এই হামলা চালানো হয় উল্লেখ করে এমএসএফ এর নারী মুখপাত্র মালাক শাহের বলেন, ‘সাদা প্রদেশের হেদানের একটি মাদ্রাসায় এ বিমান হামলাটি চালানো হয়েছে। আমাদের কাছে ১০টি শিশুর মৃতদেহ ও আরো আহত ২৮টি শিশু আনা হয়েছে। এদের সকলেরই বয়স ১৫ বছরের নিচে।’
বাংলা৭১নিউজ/এসএম