বাংলা৭১নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রভিত্তিক টেলিযোগাযোগ প্রতিষ্ঠান ভ্যারাইজনের মালিকানাধীন সার্চ ইঞ্জিন ইয়াহু ২০১৩ সালে ইতিহাসের সবচেয়ে বড় সাইবার হামলার শিকার হয়। এ ঘটনায় ১০০ কোটি ব্যবহারকারী ক্ষতিগ্রস্ত হয়েছিলেন বলে গত বছরের ডিসেম্বরে দায় স্বীকার করেছিল ইয়াহু। তবে গত মঙ্গলবার সে ঘটনার তদন্তের প্রতিবেদনে নতুন তথ্য সামনে এসেছে। ১০০ নয়; প্রায় ৩০০ কোটি ইয়াহু ব্যবহারকারীর অ্যাকাউন্ট হ্যাকড হওয়ার পাশাপাশি তাঁদের তথ্যও চুরি হয়েছে বলে প্রতিবেদনটিতে বলা হয়। এদিকে ইয়াহু সেই তদন্তের প্রতিবেদনকে সত্য বলে স্বীকারও করেছে।
এ বছরের জুনে ভ্যারাইজন ইয়াহু অধিগ্রহণ করে নিলে প্রতিষ্ঠানটি আবারও নতুন করে তদন্ত চালায়। এ বিষয়ে ইয়াহু জানায়, ভ্যারাইজনের সঙ্গে একীভূত হওয়ার পর তারা ২০১৩ সালের সাইবার হামলা সম্পর্কে নতুন তথ্য পায়। এর পরিপ্রেক্ষিতে আবার নতুন করে তদন্ত চালানো।
মঙ্গলবার ইয়াহুর পক্ষ থেকে বলা হয়, ২০১৩ সালে চালানো ওই সাইবার হামলায় প্রতিষ্ঠানটির তৎকালীন সব ব্যবহারকারী অর্থাৎ প্রায় ৩০০ কোটি ব্যবহারকারীই আক্রান্ত হয়েছিলেন। সেই সঙ্গে তাঁদের তথ্যও হাতিয়ে নেয় সাইবার দুর্বৃত্তরা। চুরি যাওয়া সেসব তথ্যের মধ্যে ফোন নম্বর, জন্মতারিখ, নিরাপত্তাজনিত প্রশ্ন ও উত্তর এবং পাসওয়ার্ড ছিল বলে উল্লেখ করেছে ইয়াহু। তবে কোনো ব্যবহারকারীর অনলাইনে আর্থিক লেনদেন-সংক্রান্ত কোনো তথ্য চুরি হওয়ার অভিযোগ কিংবা সত্যতা নেই বলেও জানায় ইয়াহু।
সূত্র: সিনেট
বাংলা৭১নিউজ/সিএইস