বার্সেলোনার স্প্যানিশ তরুণ তারকা লামিনে ইয়ামালের বাবা মুনির নাসরাউয়িকে ছুরিকাঘাতের ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। কাতালান পুলিশ বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, তারা আরও একজনকে খুঁজছে।
গ্রেফতারকৃতদের মাতারো পুলিশ স্টেশনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে এএফপি। তবে এখনো পর্যন্ত পুলিশের তদন্তকারীরা নাসারাউয়ির সঙ্গে কথা বলেনি। তার শারীরিক অবস্থার একটু উন্নতি হলে পুলিশ জবানবন্দি নেবে।
বুধবার বার্সেলোনার নিকটবর্তী একটি পার্কে এ ঘটনা ঘটেছে। হামলার শিকার ইয়ামালের বাবা মুনির নাসরাউয় আহত হলে তাকে হাসপাতালে নেওয়া হয়।
স্প্যানিশ নিউজ এজেন্সি ইএফই বলেছে, মুনিরকে মাতারো শহরের রোকাফোন্ডা এলাকায় বেশ কয়েকবার ছুরি দিয়ে আঘাত করা হয়। শহরটি থেকে বার্সেলোনার দূরত্ব ৩০ কিলোমিটার। ছুরিকাঘাতে ইয়ামালের বাবা মারাত্মক আহত হলেও তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছে তারা।
বাংলা৭১নিউজ/এসএম