বাংলা৭১নিউজ, আদমদীঘি(বগুড়া)প্রতিনিধি: সান্তাহারে বগুড়ার র্যাব-১২ অভিযান চালিয়ে দুই মাদক বিক্রেতাকে গ্রেফতা করেছে। এসময় তাদের নিকট থেকে ২শ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ টাকা, একটি মোটরসাইকেল ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- সান্তাহারের বড় মালশন গ্রামের শফিকুল ইসলাম টুকুুর ছেলে শিপলু (২৯) ও পাথরকুঠা গ্রামের আবুল কাশেমের ছেলে এমরান হোসেন (৩৭)। এ ব্যাপারে শনিবার রাতে আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, শনিবার বিকেলে সান্তাহার হবিরমোড় নামক স্থানে একটি মোটরসাইকেলসহ উল্লেখিত মাদক ব্যবসায়ীরা অবস্থান করে ইয়াবা ট্যাবলেট বিক্রি করছিল। এসময় গোপন সংবাদের ভিক্তিতে র্যাব-১২ বগুড়ার একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। রবিবার আসামীদের আদালতে পাঠানো হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস