বাংলা৭১নিউজ, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় ইয়াবাসহ সাইফুর রহমান সোহাগ নামের এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার পারুলিয়া জাকির টাওয়ার এলাকা থেকে তাকে আটক করা হয়। তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করেছে পুলিশ।
আটক সাইফুর রহমান সোহাগ দেবহাটা উপজেলা ছাত্রলীগের উপ-হাইস্কুল বিষয়ক সম্পাদক। তার বাবা হাফিজুল ইসলাম উপজেলা মুক্তিযোদ্ধা সংহতির পরিষদের সভাপতি।
দেবহাটা থানার ওসি জানান, আটক সোহাগের কাছ থেকে ৩০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। মামলা হয়েছে। আজ বুধবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস