বাংলা৭১নিউজ,(ময়মনসিংহ)প্রতিনিধি: ময়মনসিংহের হালুয়াঘাটের স্বদেশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিহাদ সিদ্দিকী ইরাদকে (৩২) ইয়াবাসহ আটক করেছে পুলিশ। গতকাল শনিবার গভীর রাতে ফুলপুর থানা পুলিশ তাকে আটক করে।
ফুলপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী জানান, শনিবার রাতে ময়মনসিংহ-শেরপুর সড়কের ফুলপুরে নিয়মিত টহলে ছিল পুলিশ। রাত ৩টার দিকে একটি প্রাইভেটকার আটক করে তল্লাশি করে টহল পুলিশ। পরে কারের এক যাত্রীর দেহ তল্লাশি করে ৫৩ পিস ইয়াবা জব্দ ও দুইজনকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে একজন হালুয়াঘাটের স্বদেশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলে জানান। এ সময় তার সহযোগী ইরফানকেও আটক করে পুলিশ।
ওসি আরও জানান, রোববার চেয়ারম্যানসহ আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে। আটক চেয়ারম্যনের বিরুদ্ধে হালুয়াঘাট থানায় মাদক, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।
বাংলা৭১নিউজ/এমএস