সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মিরাজ-সাকিবের ঘূর্ণির পর ২৮৫ রানে ইনিংস ঘোষণা ভারতের অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমে সুপারিশমালা দেবে বিএনপি সেপ্টেম্বরে নির্যাতনের শিকার ১৮৬ নারী-কন্যাশিশু জিয়াউর রহমানকে ‘রাজাকার’ বলায় মামলা চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধির দাবি: পর্যালোচনা কমিটি গঠন ডিসি নিয়োগ নিয়ে হট্টগোল: ১৭ উপসচিবকে শাস্তির সুপারিশ ঢাকাসহ ৯ অঞ্চলে মাঝ রাতের মধ্যে ঝোড়ো হাওয়ার আভাস বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রে হেলেনের তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ৯১ সাভারে শ্রমিক-যৌথ বাহিনীর মধ্যে সংঘর্ষ, নিহত ১ এক সিনিয়রসহ ২ সচিব ওএসডি ২৬ দিনে ২৪৩ অস্ত্র উদ্ধার, গ্রেফতার ১১০ পল্লবীর ‘মাদক সম্রাজ্ঞী’ লাবণী আক্তার গ্রেফতার পাঠ্যপুস্তক সংশোধনের সমন্বয় কমিটি বাতিল উদ্বেগজনক দৃষ্টান্ত শ্রমিকদের পাওনা ছুটিও দেওয়া হতো না : ড. দেবপ্রিয় অস্ট্রেলিয়ায় হিজবুল্লাহর পক্ষে বিক্ষোভকারীদের দেশ ছাড়া করার হুঁশিয়ারি সাবেক কমিশনার হাবিবুর রহমান ও পরিবার সদস্যদের ব্যাংক হিসাব স্থগিত চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশীদের ওপর টিয়ারশেল নিক্ষেপ নিজ কার্যালয়ে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা পদ্মা থেকে বালু তোলা নিয়ে দুই পক্ষের গোলাগুলি, অস্ত্রসহ আটক ১০

ইয়াবার চালান ধরানোর কথা বলে ডিবি থেকে টাকা হাতিয়ে নিলো ‘সোর্স’

রাজবাড়ী প্রতিনিধি:
  • আপলোড সময় বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ২৭ বার পড়া হয়েছে

পুলিশের সোর্স পরিচয় দি‌য়ে মাদকের বড় চালান ধরিয়ে দেওয়ার কথা বলে রাজবাড়ী গোয়েন্দা (ডি‌বি) পুলিশের কাছ থেকে অর্থ হাতি‌য়ে নেওয়ার অভিযোগে আমজাদ হোসেন (২৮) নামে এক প্রতারককে গ্রেফতার করা হ‌য়ে‌ছে।

মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে রাজবাড়ী ডি‌বি পুলিশের এক‌টি টিম অভিযান চালিয়ে কুষ্টিয়ার ভেড়ামারা থানার খেমিরদিয়ার দক্ষিণপাড়ার এক‌টি ভাড়া বাসা থেকে তা‌কে গ্রেফতার ক‌রা হয়। রাজবাড়ী ডি‌বি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ম‌নিরুজ্জামান খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ঘটনায় রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মোজাম্মেল হক মামলা করেছেন। গ্রেফতার আমজাদ কুষ্টিয়া ভেড়ামারা থানার মোকাররমপুর ইউনিয়নের ক্ষেমিরদিয়া দক্ষিণপাড়া গ্রামের মো. কালাম ইসলামের ছেলে।

রাজবাড়ী ডি‌বি পু‌লিশের ওসি মো. মনিরুজ্জামান খান বলেন, ৩১ জুলাই রাতে তার সরকারী মোবাইল নম্ব‌রে ফোন ক‌রে নি‌জে‌কে পুলিশের সোর্স পরিচয় দেয়। বলে কুষ্টিয়া থেকে রাজবাড়ী হয়ে ইয়াবার একটি বড় চালান ঢাকায় যাবে। তি‌নি ওই চালান ধ‌রিয়ে দে‌বে। কিন্তু তার কা‌ছে কোন টাকা নাই। ইয়াবার ডিলারদের বিশ্বাস অর্জন করতে তাকে ২ হাজার ৮০০ টাকা লাগ‌বে। পরবর্তী‌তে ৬ আগস্ট ইয়াবার চালান ধ‌রি‌য়ে দি‌তে ডি‌বি পু‌লিশকে শহ‌রের বড়পু‌লে অবস্থান কর‌তে ব‌লে তার ছোট ভাইয়ের হা‌তে ওই টাকা দি‌তে বলে প্রতারক।

ওসি আরও বলেন, মাদকের বড় চালান ধরার স্বার্থে ওই প্রতারকের কথা বিশ্বাস ক‌রে এক ব্যক্তির কাছে টাকা দেন ডি‌বি পুলিশের এসআই মিলন চন্দ্র দেবনাথ। এরপর সারাদিন ডি‌বি পুলিশে টিম বড়পু‌লে অবস্থান করে, কিন্তু কিছুই পায় না। একপর্যায়ে ওই নম্বরে কল দিলে বন্ধ পাওয়া যায়। তখন বুঝতে পারেন সে পুলিশের সোর্স পরিচয় দি‌য়ে প্রতারণা করেছে। পরবর্তীতে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়‌টি জানানো হয়।

পুলিশের এ কর্মকর্তা বলেন, ওই প্রতারকের মোবাইল নম্বরে ১ জুলাই থেকে ১৮ আগস্ট পর্যন্ত কললিস্ট সংগ্রহ করেন। তা‌তে দেখা যায় বিভিন্ন সময় ওই নম্বর থেকে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা, ওসি ডিবি ওয়েস্ট নারায়ণগঞ্জ, ওসি গোয়ালন্দঘাট থানা রাজবাড়ী, ওসি ডিবি নারায়ণগঞ্জ, র‌্যাবের কোম্পানি কমান্ডার নাটোর, র‌্যাবের কোম্পানি কমান্ডার নারায়ণগঞ্জ, র‌্যাবের কোম্পানি কমান্ডার যশোর, র‌্যাবের কোম্পানি কমান্ডার টাঙ্গাইল, র‌্যাবের কোম্পানি কমান্ডার ফরিদপুর-রাজবাড়ী, ওসি ডিবি ঝিনাইদহ, এসপি ঝিনাইদহ, এসপি ভোলা, এসপি রাজবাড়ীদের সঙ্গে পুলিশের সোর্স সেজে প্রতারণা করেছে।

ওসি বলেন, এ বিষ‌য়ে সব প্রমাণাদি সংগ্রহ করে তার নেতৃত্বে ডি‌বি পুলিশের এক‌টি টিম কুষ্টিয়ার ভেড়ামারা থানার খেমিরদিয়ার দক্ষিণপাড়ার এক‌টি ভাড়া বাসায় অভিযান চালিয়ে দুপুর সাড়ে ১২টার দি‌কে আমজাদ হোসেনকে দুটি মোবাইলসহ আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করেছে। গ্রেফতার আমজাদ হোসেনের বিরুদ্ধে ডিএমপির শাহআলী ও ডিএমপির উত্তরা পূর্ব থানায় দুটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা আছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com