বাংলা৭১নিউজ, ডেস্ক: তুরস্কের বন্দরনগরী ইস্তাম্বুলের সামরিক ঘাঁটির কাছে বিস্ফোরক বোঝাই একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে ছয় সেনা ও একজন বেসামরিক ব্যক্তি আহত হয়েছে।
চলতি বছরে তুরস্কে দফায় দফায় যে বোমা হামলা হচ্ছে এটি তার সর্বশেষ ঘটনা। ইস্তাম্বুলের স্যানকাকতেপে এলাকায় সামরিক বাহিনীর একটি গাড়ি লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। ইস্তাম্বুলের এশিয়ার অংশে এ ঘটনা ঘটে।
টেলিভিশনের ফুটেজে দেখা গেছে- বিস্ফোরণে গাড়িটি প্রায় সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। বিস্ফোরণের পর সেখানকার রাস্তা কালো ধোঁয়ায় ছেয়ে যায় এবং অ্যাম্বুলেন্সকে ছোটাছুটি করতে দেখা গেছে।
এখনো পর্যন্ত কোনো ব্যক্তি বা সংগঠন এ হামলার দায় স্বীকার করে নি। গত জুলাই মাস থেকে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে গেরিলাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালাচ্ছে তুরস্ক। সেই থেকে দেশটিতে কয়েকবার বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বাংলা৭১নিউজ/এম