বাংলা৭১নিউজ, ঢাকা : সার্চ কমিটির আহ্বানে নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে পাঁচ সদস্যের নামের তালিকা মন্ত্রিপরিষদ বিভাগে জমা দিয়েছে আওয়ামী লীগ।
আজ দুপুর পৌনে ১টায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এ তালিকা জমা দেন। তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যৌথসভায় অনুসন্ধান কমিটির আহ্বান অনুযায়ী নামের তালিকা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে আওয়ামী লীগ।
বাংলা৭১নিউজ/এম