প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে চতুর্থ দিনের মতো চলছে আপিল শুনানি।
বুধবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টা থেকে শুরু হয় আপিল শুনানির কার্যক্রম। ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে এ আপিল শুনানি। ১৭ তারিখ পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে।
এদিকে, ১৮ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত নির্বাচনী প্রচারণা ছাড়া সভা-সমাবেশসহ যেকোনো রাজনৈতিক কর্মসূচি থেকে সবাইকে বিরত রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে ইসি। নির্বাচনী কাজ বাধাগ্রস্ত ও ভোটাররা ভোট দিতে নিরুৎসাহিত হতে পারে, এমন শঙ্কা থেকেই এই সিদ্ধান্ত।
এছাড়াও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আগ্রহী গণতন্ত্রী পার্টির সব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। গণতন্ত্রী পার্টির নামে রাজনৈতিক দলের অনুমোদিত কোনো কমিটি বিদ্যমান নেই। এর প্রেক্ষিতে নির্বাচনে গণতন্ত্রী পার্টির প্রার্থীদের জমা দেওয়া মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএকে