বাংলা৭১নিউজ, ঢাকা: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করেছে ইসলামী ব্যাংক ফাউন্ডেশন। দিবসটি উপলক্ষে সোমবার সকাল ১১টায় মিরপুরে অবস্থিত ইসলামী ব্যাংক মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
স্বাধীনতা দিবসের এই কর্মসূচিতে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সাবেক সচিব সৈয়দ মঞ্জরুল ইসলাম, ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসান পিএইচডি, ফাউন্ডেশনের পরিচালক মো. জয়নাল আবেদীন, ডা. তানভীর আহমেদ, মো. সাইফুল ইসলাম, প্রফেসর ডা. কজী শহিদুল আলম ও ফাউন্ডেনের নির্বাহী পরিচালক গোলাম হাফিজ আহমেদ উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/জেএস