ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে নৌ ভ্রমন ও প্রতিভোজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে সাতটায় সদরঘাট টারমিনাল থেকে এম ভি এডভাঞ্চার ০১ বিলাসবহুল এ লঞ্চটি বুড়িগঙ্গা হয়ে মেঘনা নদীর বিস্তির্ন এলাকা প্রদক্ষিণ করে। আনন্দ ভ্রমনে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী পরিবার অংশ নেন।
নৌ ভ্রমন প্রতিভোজের পাশাপাশি প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পরিবেশনা এবং প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব সৈয়দ মন্জুরুল ইসলাম । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখনে ইসলামী ব্যাংক ফাউন্ডেনের নির্বাহী পরিচালক গোলাম হাফিজ আহমেদ।
বাংলা৭১নিউজ/জেএস