ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ঢাকা সাউথ জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন ৬ ফেব্রুয়ারি ২০২১ ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে।
ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন। এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মোঃ ইয়াহিয়া, এএএম হাবিবুর রহমান ও মোঃ মোশাররফ হোসাইন।
ঢাকা সাউথ জোনপ্রধান আবু ছাঈদ মোঃ ইদ্রিস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী এবং ঢাকা সাউথ জোনের অধীন শাখাপ্রধানগণ সম্মেলনে অংশগ্রহণ করেন।
বাংলা৭১নিউজ/সর