২ হাজার তম এজেন্টসহ দেশব্যাপী আরও ১২৭টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।
রোবববার (১৪ ডিসেম্বর) প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি এসব আউটলেটের উদ্বোধন করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. মাহবুব উল আলম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুল মওলা, মোহাম্মদ কায়সার আলী ও ওমর ফারুক খান।
বক্তারা বলেন, ৩৬৬টি শাখা ও ১৫১টি উপশাখার মতো ২ হাজার ৮১টি এজেন্ট ব্যাংকিং আউটলেটও ইসলামী ব্যাংকের গুরুত্বপূর্ণ ইউনিট হিসেবে সেবা দিয়ে যাচ্ছে।
বাংলা৭১নিউজ/সর