ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চট্টগ্রাম সাউথ জোনের আওতাধীন কক্সবাজার জেলার সব শাখা-উপশাখা, খাতুনগঞ্জ কর্পোরেট শাখা ও বান্দরবানের লামা শাখার কর্মকর্তাদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) কক্সবাজারের হোটেল সী-পার্ল রিসোর্টে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (এমডি) ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও জে কিউ এম হাবিবুল্লাহ, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ সাব্বির ও মিফতাহ উদ্দিন।
ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম সাউথ জোনের প্রধান মিয়া মো. বরকত উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন খাতুনগঞ্জ কর্পোরেট শাখার ব্যবস্থাপক মুহাম্মদ সিরাজুল কবির।
সম্মেলনে প্রধান কার্যালয়, জোন, শাখা ও উপশাখার নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
বাংলা৭১নিউজ/এসএইচ