বাংলা৭১নিউজ, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: তিলকপুর বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়। এজেন্ট বাংলাফোন ট্রেডার্স এর ব্যাবস্থাপনায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বগুড়া জোনের অধিনে আদমদীঘির সান্তাহার শাখার আওতায় জয়পুরহাটের আক্কেরপুর উপজেলার তিলকপুর বাজারহস্থ খাদেমুল মার্কেটের দ্বিতীয় তলায় এ এজেন্ট শাখার উদ্বোধন করা হয়।
মঙ্গলবার দুপুরে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রখেন এক্সিকিউটি ভাইসপ্রেসিডেন্ট ইসলামী ব্যাংক বগুড়া জোন প্রধান মোঃ আতিয়ার রহমান, অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক সান্তাহার শাখার ব্যাবস্থাপক মোঃ মনিরুজ্জামান, আক্কেরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মকছেদ আলী মাস্টার, তিলকপুর ইউপি চেয়ারম্যান সেলিম মাহবুব সজল, সাবেক চেয়ারম্যান মোঃ আজাহার হোসেন দুলু, আক্কেলপুর উপজেলার ডেপুটি কমান্ডর বীর মুক্তিযোদ্ধা সোলাইমান আলী, আঃ লীগ নেতা আব্দূল জব্বার, ইসলামী ব্যাংক এজেন্টের বাংলাফোন ট্রেডার্সের মালিক মোঃ জাহাঙ্গীর আলম মুকুলসহ প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গ্রামীন মানুষের দোরগড়ায় ইসলামী ব্যাংকের সেবা পৌছে দিতেই এই শাখ করা হচ্ছে। বক্তব্য শেষে প্রধান অতিথি এ এজেন্ট শাখার উদ্বোধন করেন।
বাংলা৭১নিউজ/জেএস