বাংলা৭১নিউজ, ইবি প্রতিনিধি: গ্রীষ্মকাল, পবিত্র রমজান, শব-ই-ক্বদর ও পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে দেড় মাসের ছুটিতে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার ১৫মে থেকে ছুটি শুরু হয়ে চলবে আগামী ২৬জুন পর্যন্ত। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী এ ছুটি শুরু হচ্ছে। দীর্ঘ এ ছুুটতে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। ছুুটি শেষে আগামী ২৭জুন থেকে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম যথানিয়মে চালু হবে। তবে ছুটিতে কোন বিভাগ ক্লাস পরীক্ষা নিতে চাইলে সেক্ষেত্রে কোন বাধা থাকবে না বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ।
এদিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক অফিসসমূহ গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষ্যে আগামী ১৭ মে থেকে ২৬ মে পর্যন্ত শব-ই-ক্বদর এবং পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে আগামী ১১ জুন থেকে ২৪ জুন পর্যন্ত বন্ধ থাকবে। পবিত্র রমজান মাসে অফিসের সময়সূচি পরিবর্তন করে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারণ করেছে কর্তৃপক্ষ।
এদিকে ছুটিতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ নির্দিষ্ট সময় পর্যন্ত খোলা থাকবে বলে জানা গেছে।
বাংলা৭১নিউজ/জেএস