বাংলা৭১নিউজ, ঢাকা: রাজধানী গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার দায় স্বীকার করে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট দাবি করেছে, হামলায় বিশ জন নিহত হয়েছে।
এই গোষ্ঠীর বার্তা সংস্থা বলে পরিচিত ‘আমাক’ এ খবর প্রকাশ করেছে। খবর বিবিসির।
এতে আরও দাবি করা হচ্ছে, তবে ঢাকার কোন সূত্র থেকে এখনো পর্যন্ত এত বেশি সংখ্যাক হতাহতের খবর পাওয়া যায়নি।
বন্দুকধারীদের হামলায় নিহত হয়েছেন মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (এসি) রবিউল ইসলাম ও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন খান। এছাড়া অভিযান শেষে রেস্তোরাঁর ভেতর থেকে ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এবং ১২জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
ইসলামিক স্টেটের এই দাবি যদি সত্যি হয়ে থাকে এটি হবে বাংলাদেশে এই গোষ্ঠীর তরফ থেকে প্রথম বড় কোন সন্ত্রাসবাদী হামলার ঘটনা।
বাংলাদেশ সরকার এতদিন পর্যন্ত সেখানে ইসলামিক স্টেটের কোন রকম তৎপরতার খবর অস্বীকার করে এসেছে।
বাংলা৭১নিউজ/সিএইস