ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে যোগ দিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলাম।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে যোগ দিয়ে তিনি এক মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় ইসলামিক ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক, বিভিন্ন বিভাগের পরিচালক ও উপ-পরিচালকগণ উপস্থিত ছিলেন।
মো. সাইফুল ইসলাম সফলভাবে দায়িত্ব পালনের জন্য ইসলামিক ফাউন্ডেশনের সবার সহযোগিতা কামনা করেন।
গতকাল ২৩ সেপ্টেম্বর ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলামকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্ব দিয়ে আদেশ জারি করে সরকার।
বাংলা৭১নিউজ/এসএইচ