বাংলা৭১নিউজ, ডেস্ক: ইসলামকে কটাক্ষ করে ফেইসবুকে নিজের পেজে কার্টুন শেয়ার করে মামলার মুখে পড়া জর্দানের লেখক নাহিদ হাত্তারকে আদালত প্রাঙ্গণে গুলি করে হত্যা করেছে এক ‘জঙ্গি’।
জর্দানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পেত্রার বরাত দিয়ে বিবিসি জানায়, নাহিদ হাত্তার খ্রিষ্টান ধর্মের অনুসারী। রবিবার রাজধানী আাম্মানের আদালতের বাইরে তিনি মামলার শুনানির জন্য দাঁড়িয়ে ছিলেন। এ সময় তাকে টার্গেট করে কেউ একজন তিন তিনটি গুলি করে। তিনটি গুলিই তার মাথায় বিদ্ধ হয়। পুলিশ নাহিদের হত্যাকারীকে গ্রেপ্তার করেছে।
গত ১৫ আগস্ট সৃষ্টিকর্তাকে অবমাননার দায়ে লেখককে গ্রেপ্তার করা হয়। তিনি যে কার্টুনটি শেয়ার করেছিলেন তাতে বেহেশতের একটি কল্পিত দৃশ্যে দাঁড়িওয়ালা এক ব্যক্তি নারীদের নিয়ে বিছানায় শুয়ে ছিলেন। তিনি খোদাকে মদ ও বাদাম পাঠাতে বলছেন।
ইসলাম বিরোধী কর্মকাণ্ডের জন্য সোশ্যাল মিডিয়াতে তাঁর বিরুদ্ধে ব্যাপক সমালোচনা হয়।
নাহিদ হাত্তার বলেছিলেন, তিনি অবমাননার জন্য কার্টুনটি শেয়ার করেননি। তিনি তথাকথিত বেহেশতের দৃশ্য প্রকাশ করার চেষ্টা করেছেন।
তবে জর্দানের কর্তৃপক্ষ বলেছিল, ওই কার্টুনটি শেয়ার করে তিনি আইন লঙ্ঘন করেছেন।
বাংলা৭১নিউজ/সিএইস