বাংলা৭১নিউজ, ডেস্ক: ইসরা্ইলের সাবেক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শিমন পেরেজ আর নেই। তার বয়স হয়েছিল ৯৩ বছর। তিনি ছিলেন ইসরাইল প্রতিষ্ঠাতাদের একজন।
দুই সপ্তাহ আগে তিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। মঙ্গলবার হঠাৎ করেই তার অবস্থার অবনতি ঘটে। তাতেই তিনি আজ ভোরে মারা যান।
১৯৪৮ সালে ইসরাইল প্রতিষ্ঠার সময় যেসব রাজনীতিবিদ সক্রিয় ছিলেন, পেরেজ তাদের অন্যতম। তিনি দুবার করে দেশটির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
ফিলিস্তিনিদের সাথে শান্তি আলোচনার জন্য ১৯৯৪ সালে তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তিনি একবার বলেছিলেন, ফিলিস্তিনিরা হলো ইসরাইলের ‘ঘনিষ্ঠতম প্রতিবেশী’ এবং তারা হতে পারে ‘ঘনিষ্ঠতম বন্ধু।’
বাংলা৭১নিউজ/সিএইস