এ সময়ের জনপ্রিয় তরুণ কথাসাহিত্যিক ইশতিয়াক আহমেদ। প্রতিবারের মতো এবারের অমর একুশে বই মেলায় এসেছে ইশতিয়াক আহমেদের নতুন উপন্যাস ‘সুটকেস’।
ইশতিয়াক আহমেদ বলছেন, জীবন মূলত সুটকেসের মতোই। আমাদের জানা নেই, কী আছে এর ভেতরে। কতটা বিস্ময় আছে কিংবা কতটা অভাব বা প্রাচুর্য। একটা সুটকেস আর কিছু মানুষের জীবন মিলেমিশে একাকার এ উপন্যাসে। জাহিদ, নীরা, মহিউদ্দিন তালুকদার, আনিস, রিপন, তানজিম, জয়নাল কিংবা আরো যারা আছে, সবারই একটা করে সুটকেস আছে। জীবন নামের সুটকেস।
তিনি বলছেন, এ উপন্যাসের ভেতরে প্রবেশ করলে তাদের জীবনের গল্প পাওয়া যাবে। যে গল্পগুলো নতুন নয়। আপনার, আমার অথবা আমাদের জানাশোনা কোনো পুরাতন গল্পই…
সুটকেস উপন্যাসটি পাওয়া যাচ্ছে মেলার অনিন্দ্য প্রকাশের ৫ নম্বর প্যাভিলিয়নে।
বাংলা৭১নিউজ/এমএস