বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্কের বিরুদ্ধে মামলা ঠুকে দিল সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার। ইলন মাস্ক ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কেনার বিষয়টি চূড়ান্ত করে ফেলেছিলেন। কিন্তু শুক্রবার তিনি টুইটারের শীর্ষ আইনজীবীকে চিঠি দিয়ে জানান, তিনি টুইটার ক্রয়ের চুক্তি থেকে বেরিয়ে যেতে চান।
এ ঘটনায় দেলওয়ার কোর্ট অব চ্যান্সেরিতে মামলা করেছে টুইটার। বিলিওনেয়ার ইলন মাস্ককে চুক্তিতে ফিরতে বাধ্য করতে মঙ্গলবার মামলাটি করা হয়েছে।
মাস্কের আইনজীবীর অভিযোগ, টুইটার কর্তৃপক্ষ চুক্তির নীতিমালা যথাযথ অনুসরণ করেনি। তারা মাস্কের অনুরোধে টুইটারের ভুয়া অ্যাকাউন্ট ও স্প্যামের তথ্য প্রদানের বিষয়ে অনাগ্রহ প্রকাশ করেছে। এদিকে, টুইটার বলেছে, চুক্তি থেকে মাস্কের বেরিয়ে যাওয়ার চেষ্টা অবৈধ এবং ভুল পদক্ষেপ। মাস্ক নিজেই চুক্তির বিধিমালা লঙ্ঘন করেছেন। যখন তিনি দেখেছেন, তার ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করা যাবে না তখন তিনি টুইটার কেনার প্রক্রিয়া থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন।
সূত্র: সিএনএন
বাংলা৭১নিউজ/এসএইচ