বাংলা৭১নিউজ,ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে যেসব দেশ জ্বালানি তেল আমদানি করে তাদের প্রায় সবাইকে নিষেধাজ্ঞার বাইরে রাখতে রাজি হয়েছে আমেরিকা। মার্কিন প্রশাসনের একজন কর্মকর্তা ব্লুমবার্গ টেলিভিশনকে একথা জানিয়েছেন। তিনি জানান, ইরানের কাছ থেকে তেল আমদানি করে এমন আটটি দেশকে ছাড় দেবে আমেরিকা।
৪ নভেম্বর ইরানের বিরুদ্ধে দ্বিতীয় ধাপের নিষেধাজ্ঞা আরোপ করবে মার্কিন প্রশাসন। তার আগেই আজ শুক্রবার আরো পরে এসব দেশকে নিষেধাজ্ঞার বাইরে রাখার আনুষ্ঠানিক ঘোষণা দেবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।
আমেরিকা দাবি করছে, এ নিষেধাজ্ঞার মাধ্যমে আন্তর্জাতিক বাজারে ইরানের তেল বিক্রি শূণ্যের কোঠায় নামিয়ে আনা হবে। তবে ইরান শুরু থেকেই বলে আসছিল, মার্কিন প্রশাসনের লক্ষ্য পূরণ হবে না কারণ ইরানি তেলের ঘাটতি পূরণ করতে পারবে না কোনো দেশ।
নাম প্রকাশ না করার শর্তে মার্কিন প্রশাসনের দুই কর্মকর্তা বলেছেন- জাপান, দক্ষিণ কোরিয়া ও ভারতের পাশাপাশি চীনকেও নিষেধাজ্ঞার বাইরে রাখবে ওয়াশিংটন। বাকি চার দেশের নাম জানা যায় নি তবে এর মধ্যে একটি দেশ হতে পারে তুরস্ক।
বাংলা৭১নিউজ/সূত্র: পার্সটুডে/এসবি