বাংলা৭১নিউজ, ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানকে আরো এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দেয়ার কথা ঘোষণা করেছে রাশিয়া। চলতি ২০১৬ সালের মধ্যে এসব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দেয়া হবে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অন্যতম সহযোগী ভ্লাদিমির কোজিন আজ বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, স্বাক্ষরিত চু্তির আওতায় মস্কো চলতি বছরে এ পর্যন্ত এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রথম চালান দিয়েছে তেহরানকে। এ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার চালানকে তিনি প্রায় এক ব্যাটালিয়ন বলে উল্লেখ করেন।
কোজিন জানান, পূর্ণাঙ্গ চুক্তি অনুযায়ী ইরানকে কয়েক ব্যাটালিয়ন এস-৩০০ দিতে হবে। তিনি বলেন, ২০০৭ সালে সই হওয়া চুক্তির আওতায় রাশিয়া এসব ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
গত মাসে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন জাবেরি আনসারি জানিয়েছিলেন, রাশিয়া থেকে এস-৩০০ পেতে শুরু করেছে ইরান।
বাংলা৭১নিউজ/এসআর