ইরাকে প্রবাসী বাংলাদেশিদের নিরাপদে থাকার অনুরোধ জানিয়েছে বাগদাদের বাংলাদেশ দূতাবাস।
মঙ্গলবার (৩০ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।
প্রভাবশালী ইরাকি শিয়া নেতা মোকতাদা আল-সদরের রাজনীতি ছাড়ার ঘোষণায় দেশটির রাজধানী বাগদাদে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়েছে। এতে ২০ জন নিহত হয়েছেন। সরকারি ভবনগুলোতে চড়াও হয়েছেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ ঘোষণা করা হয়েছে।
এমন পরিস্থিতিতে বাংলাদেশিদের নিরাপদে অবস্থানের অনুরোধ জানিয়েছে দূতাবাস।
বাংলা৭১নিউজ/এসএইচ