বাংলা৭১নিউজ,ডেস্ক: একটি ক্রীড়া শহর নির্মাণ করতে ইরাককে ১০০ কোটি ডলার দিচ্ছে সৌদি আরব। বুধবার দেশটির বাণিজ্যমন্ত্রীর বরাতে রাষ্ট্রীয় টেলিভিশন এ তথ্য জানিয়েছে।
বিনিয়োগ ও জ্বালানিমন্ত্রীসহ সৌদি আরবের একটি অর্থনৈতিক প্রতিনিধিদল বুধবার ইরাক সফরে আসে।
দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক জোরদার করতে ২০১৭ সালে শুরু করা সৌদি-ইরাক সহযোগিতা পরিষদের বৈঠকে যোগ দিতে তারা ইরাক সফরে।২৫ বছরের বিরতির পর ২০১৫ সালে ইরাকে দূতাবাস খোলে সৌদি আরব।
দেশটির বিনিয়োগমন্ত্রী মজিদ বিন আবদুল্লাহ আল কাসাবি বলেন, ইরাকিদের ভিসা সহজ করতে বৃহস্পতিবার বাগদাদে একটি কনস্যুলেট উদ্বোধন করা হবে। এ ছাড়া আরও তিনটি কনস্যুলেট উদ্বোধনের কথা রয়েছে।
বাংলা৭১নিউজ/এসক