বাংলা৭১নিউজ,(শেরপুর)প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় তিন সহযোগীসহ এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ২২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
উপজেলার জামতলী এলাকা থেকে মঙ্গলবার রাত ১০টার দিকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ঝিনাইগাতী থানা সড়কের আব্দুল হামিদের ছেলে শিমুল (২৮), তাওয়াকুচা গ্রামের আব্দুস সালামের ছেলে ফুয়াদ হাসান ওরফে জিয়াউল (২০), ডাকাবর গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে উজ্জল (৩২) এবং নওকুচি গ্রামের নিরঞ্জন হাজংয়ের ছেলে দায় মোহন হাজং (২৫)।
গ্রেফতারের সময় তাদের দেহ তল্লাশি করে ২২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বুধবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করেছে পুলিশ। পরে বিচারিক হাকিম তাদেরকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
শেরপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. মোখলেছুর রহমান বলেন, গ্রেফতার শিমুল ও ফুয়াদ হাসান ওরফে জিয়াউল ইয়াবা ব্যবসায়ী এবং অন্যরা তাদের সহযোগী। ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
বাংলা৭১নিউজ/এমএ