বাংলা৭১নিউজ, ঢাকা: সারজা চেরিটি ও ইমপা্লস হাসপাতালের উদ্যোগে গত ৭মার্চ থেকে ১০মার্চ পর্যন্ত ইমপালস হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
৩০৪/ই, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকায় অবস্থিত ইমপালস হাসপাতালে অনুষ্ঠিত ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হাসপালটির ব্যাবস্থাপনা পরিচালক প্রফেসর ডা. জহির আল আমিন।
ক্যাম্প পরিচালনা করেন দুবাই ও লন্ডন থেকে আগত বিশেষজ্ঞ সার্জন প্রফেসর ডা. মুনজের আবদুল হাদি মানজালগী ও প্রফেসর ডা. এ এম আল ওয়াক।
ক্যাম্পে ২৩ জন রোগির নাক, কান, গলা, টনসিল, সাইনাস, থাইরয়েড, ক্যান্সার, ঠোট কাটা, তালু কাটাসহ বিভিন্ন জটিল অপারেশন করানো হয়।
এটি ইমপালস হাসপাতালের দ্বিতীয় ক্যাম্প। আগামীতে রোগিদের সুবিধার্থে প্রতি ৪ মাস থেকে ৬ মাসে একটি করে ক্যাম্প ইমপালস হাসপাতালে অনুষ্ঠিত হবে।
বাংলা৭১নিউজ/জেএস