বাংলা৭১নিউজ, ঢাকা: ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত ইমপালস হাসপাতাল ও মেটলাইফ (আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী)’র মধ্যে একটি করপোরেট চুক্তি সম্পন্ন হয়েছে। ইমপালস হাসপাতালের সভা কক্ষে আজ সোমবার দুপুরে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ইমপালস হাসপাতালের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ডাঃ জাহীর আল-আমিন ও চীফ অপারেটিং অফিসার ডাঃ দবির উদ্দিন আহমেদ এবং মেটলাইফ’র পক্ষে মেটলাইফ’র চীফ অপারেশন অফিসার আখলাকুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি সম্পাদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমপালস হাসপাতালের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট এন্ড ইনচার্জ এডমিন ডাঃ মোঃ আরমান উল্লাহ্ এবং মেটলাইফ বাংলাদেশের মেডিকেল নেটওয়ার্কের ব্যবস্থাপক ডাঃ আবু হেনা মোস্তফা বেলাল।
এ চুক্তির মাধ্যমে মেটলাইফ এর বৈধ লাইফ কার্ড হোল্ডার এবং তার উপযুক্ত পোষ্যরা বিশেষ সুবিধার আওতায় ইমপালস হাসপাতালে স্বাস্থ্য সেবা গ্রহন করতে পারবেন।
বাংলা৭১নিউজ/জেএস