বাংলা৭১নিউজ, ঢাকা: হ্যান্ডহাইজিন’র গুরুত্ব বিষয়য়ে ঢাকার তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত ইমপালস হাসপাতালে’র উদ্যোগে আজ বুধবার (৯মে) হাসপাতালের উর্ধতন কর্মর্কতা-কর্মচারীদের নিয়ে হাসপাতালের সেমিনার হলে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সানফির মেডিকেল আ্যফেয়ারস বিভাগের সহকারী ব্যবস্থাপক ডাঃ আব্দুলাহ-আল-করিম। তিনি হ্যান্ডহাইজিন এর গুরুত্ব সকলের মাঝে তুলে ধরেন।
সেমিনারে উপস্থিত ছিলেন ইমপাল্স হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ডাঃ জাহীর আল-আমিন, সিওও ডাঃ দবির উদ্দিন আহমেদ এবং আইসিইউ ইনচার্জ ডাঃ মোঃ মনির-উজ-জামানসহ হাসপাতালের উর্ধতন কর্মর্কতা-কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় পরিচ্ছন্ন ও মনোরম পরিবেশে ১৬ তালা বিষিষ্ট এই হাসপাতালটি গড়ে তোলা হয়েছে। চিকিৎসার আধুনিক সকল সুবিধা সম্বলিত এই হাসপাতালটি একটি পূর্নাঙ্গ হাসপাতাল। চিকিৎসার অত্যাধুনিক যন্ত্রপাতি ছাড়াও এই হাসপাতালটিতে সার্বক্ষনিকভাবে রোগীদের সেবায় রয়েছেন একদল বিশেষজ্ঞ ডাক্তার।
ইমপালস্ হাসপাতালে যাওয়ার ঠিকানা-৩০৪/ই, তেজগাঁও, শিল্প এলাকা, ঢাকা-১২০৮। হট লাইন ১০৬৪৪, ফোন: ৯৮৩১০৩৪-৪৩। এ্যাপয়েন্টমেন্টের জন্য: ০১৭১৫০১৬৭২৭, ওয়েব: www.impulsehospitalbd.com
বাংলা৭১নিউজ/জেএস