বাংলা৭১নিউজ, ঢাকা: মানসিক ও মাদকাসক্ত রোগীদের সেবা প্রদানের লক্ষ্যে ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত ইমপালস হাসপাতালে উদ্বোধন করা হয়েছে মনোরোগ ও মাদকাসক্তি নিরাময় কেন্দ্র।
বুধবার (৪জুলাই) দোয়া মাহফিল ও কেক কাটার মাধ্য দিয়ে এই নতুন বিভাগের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের ভাইস চেয়ারম্যান ও সায়কেট্রিক ডিপার্টমেন্ট’র প্রধান প্রফেসর ডাঃ ওয়াজিউল আলম চৌধুরী, হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ডাঃ জাহীর আল-আমিন, উপ-ব্যবস্থাপনা পরিচালক ডাঃ ওয়াদুদ আলী খান ও সিওও ডাঃ দবিরউদ্দিন আহমেদ। এছাড়াও হাসপাতালের উর্ধ্বতন কর্মর্কতা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এব্যাপারে জানতে চাইলে প্রফেসর ডাঃ ওয়াজিউল আলম চৌধুরী বলেন, আমাদের এখানে যেসব রোগী আসবেন প্রথমে তাদের রোগের বিস্তারিত ইতিহাস ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সকল প্রকার মানসিক ও মাদকাসক্তি রোগ নির্ণয় করা হবে। রোগ নির্ণয়ের পর বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রয়োজনীয় ঔষধ প্রয়োগের মাধ্যমে চিকিৎসাসেবা প্রদান করা হবে। রোগীদের কাউন্সিলিং করা হবে। সাইকোথেরাপী (মনোচিকিৎসা) দেয়া হবে। যৌন সমস্যাজনিত রোগের কাউন্সিলিং ও মনোচিকিৎসা প্রদান করা হবে। মাদকাসক্তি রোগ নির্ণয় ও চিকিৎসা দেয়া হবে। এছাড়াও মাদকাসক্ত ও মানসিক রোগীদের অভিভাবক ও আত্মীয়-স্বজনদের প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ প্রদান করা হবে।
বাংলা৭১নিউজ/জেএস