বাংলা৭১নিউজ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের ফেলাননগর গ্রামের ১০ বছর বয়সী চতুর্থ শ্রেণি পড়ুয়া এক শিশুকে ইভটিজিংয়ের অভিযোগে একই গ্রামের আফজল শেখ (৪০) নামের এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আফজাল শেখ ফেলাননগর গ্রামের নওশের শেখের ছেলে। মঙ্গলবার বিকেলে আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম।
আদালত সুত্রে জানা যায়, গত শনিবার সন্ধ্যায় আফজল শেখ তার বাড়ির পাশে ওই শিশুটিকে ইভটিজিং করে। শিশুটি চিৎকার দিলে এলাকাবাসী এগিয়ে এসে আফজালকে আটক করে। পরে সালিশ দরবারের কথা বলে তাকে ছাড়িয়ে নেয় ওই গ্রামের প্রভাবশালীরা।
মঙ্গলবার ওই শিশুর বাবা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিকট অভিযোগ করেন। পরে ওইদিন বিকেলে তাকে আটক করে ঘটনাস্থলেই আদালত বসিয়ে দন্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারায় ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেন। আফজালকে বুধবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
বাংলা৭১নিউজ/এসএম