বাংলা৭১নিউজ,ইবি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে।
আজ সকাল সাড়ে ৯টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত একটি শিফটে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সন্ধ্যা পৌনে ৬টায় বিশ্ববিদ্যালয়ের ভিসির কার্যালয়ে ‘এ’ ইউনিটের পক্ষ থেকে ভিসি অধ্যাপক ড. রাশিদ আসকারীর কাছে ফলাফল হস্তান্তর করা হয়।
সংশ্লিষ্ট ডিন ও ভিসি অফিস সূত্র জানায়, এ বছর ‘এ’ ইউনিটে মোট পরীক্ষার্থী ছিল ১৯৬০ জন। পরীক্ষায় উপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ১৪৭০। মেধা তালিকায় ২৪০ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। ফলাফল ধর্মতত্ত্ব অনুষদের ডিন অফিসের নোটিশ বোর্ডে টাঙিয়ে দেয়া হয়েছে।
এছাড়া এ ফলাফল বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.iu.ac.bd এ পাওয়া যাবে।
বাংলা৭১নিউজ/এম