বাংলা৭১নিউজ, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের সাইফুজ্জামান খান সায়েম নামে এক শিক্ষার্থী নিজ কক্ষে আত্মহত্যা করেছে।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ক্যাম্পাস সংলগ্ন শেখপাড়া বাজারের একটি বাসা বাড়িতে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শৈলকুপা থানা পুলিশ। সে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের আজম খানের ছেলে।
আত্মহত্যার আগে সে ৩ পাতার একটি চিরকুট লিখে যায়। চিরকুট দেখে পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করছে সে প্রেমের কারনে আত্মহত্যা করেছে।
এ বিষয়ে সায়েমের কয়েকজন সহপাঠী জানায়, গত কয়েকদিন ধরে সায়েমকে সবসময় বিষন্ন থাকতে দেখা গেছে। এছাড়া ওর এলাকায় একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিল।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুবর রহমান বলেন, ‘ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। কোন শিক্ষার্থী যেন তার জীবনে এ রকম ভুল কাজ না করে।’
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, ‘দরজা ভেঙ্গে সায়েমের কক্ষের ভিতরে প্রবেশ করা হয়েছে। সুতরাং নিঃসন্দেহে বলা যায় সায়েম আত্মহত্যা করেছে। লাশ ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
বাংলা৭১নিউজ/জেএস