বাংলা৭১নিউজ, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের কার্যনির্বাহী পরিষদ ২০১৮ এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে পরিসংখ্যান বিভাগের ড. কামাল উদ্দিনসভাপতি ও অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া সাধারণ সম্পাদকহিসেবেমনোনিত হয়েছেন।
শনিবার শাপলা ফোরামের কার্যনির্বাহী পরিষদ ২০১৮ এর প্রধান নির্বাচন কমিশনার ওঅর্থনীতি বিভাগের সভাপতি ড. আব্দুল ম্ঈুদ স্বাক্ষরিত এক প্রেস বার্তার মাধ্যমে এ তথ্য জানা গেছে।
জানা যায়, গত ২৪ ফেব্রুয়ারি প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০১৮অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৭১ জন ভোটারের মধ্যে ১৩৫ জন শিক্ষক তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনারড. আব্দুল ম্ঈুদ, সদস্য ড. আহসান উল আম্বিয়া ড. সাইফুল ইসলাম ১৫ সদস্যের একটি খসড়া নামের তালিকার ফলাফল প্রকাশ করেন।
এরপর সংগঠনটির গঠনতন্ত্র অনুযায়ী রবিবার ১৫ সদস্যদের মধ্য থেকে আলোচনার ভিত্তিতে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি ড. এ এইচ এম আক্তারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ড. জাহাঙ্গীর হোসেন, কোষাধ্যক্ষ ড. মামুনুর রহমান, সদস্য ড. জাকারিয়া রহমান, ড. মাহবুবুল আরফিন, ড. মিজানুর রহমান, ড. আনোয়ার হোসেন, ড. মেহের আলী, ড. রেজওয়ানুল ইসলাম, ড. মাহবুবর রহমান,ড. তপন কুমার জোদ্দার, ড. শাহাদৎ হোসেন আজাদ ও সহাকরী অধ্যাপক জয়শ্রী সেন।
বাংলা৭১নিউজ/জেএস