বাংলা৭১নিউজ, আব্দুল্লাহ আল ফারুক, ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারীর উপর দুর্বৃত্তদের নৃশংস হামলার প্রতিবাদে পৃথক পৃথকভাবে মানববন্ধন ও র্যা লি করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র মৈত্রী সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। শনিবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সকাল ১১ টায় অনুষদ ভবনের সামনে ইংরেজী বিভাগের আয়োজনে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ইংরেজী বিভাগের সভাপতি প্রফেসর ড. এ এইচ এম আক্তারুল ইসলাম জিল্লুর সভাপতিত্বে এবং প্রফেসর ড. শাহাদৎ হোসাইন আজাদের সঞ্চলনায় বক্তব্য রাখেন প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান, প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান, প্রফেসর ড. মিজানুর রহমান, প্রফেসর ড. মোহাম্মদ অলী উল্যাহ, প্রফেসর ড. মামুনুর রহমান প্রমূখ। এদিকে একই সময় প্রশাসন ভবনের সামনে মানববন্ধন করে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। কর্মকর্তা সমিতির সভাপতি শামছুল ইসলাম জোহার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মীর মোর্শেদুর রহমানের উপস্থাপনায় মানববন্ধনে বক্তব্য রাখেন
সহায়ক কর্মচারী সমিতির সভাপতি উকিল উদ্দিন, উপ-রেজিস্টার পারভেজ মিয়া, বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম, সভাপতি শাহিনুর রহমান শাহিন এবং বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রমৈত্রীর যুগ্ম আহব্বাক আব্দুর রউফ, কামরুজ্জামান, সদস্য আরিফ, অনুষদ ভবনের এর আহব্বায়ক শামিমুল ইসলাম প্রমূখ। মানববন্ধনে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী , কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারীর উপর নৃশংস হামলার প্রতিবাদ জানিয়ে দোষীদের কে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারী দেন শিক্ষক ও সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারীর উপর নৃশংস হামলার প্রতিবাদ জানিয়ে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ক্লাস বর্জন করেছেন।
বাংলা৭১নিউজ/জেএস