বাংলা৭১নিউজ, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লোক-প্রশাসন বিভাগের নতুন সভাপতি হিসেবে ড. জুলফিকার হোসেন দায়িত্ব গ্রহণ করেছেন।
আজ বেলা সাড়ে ১১টায় বিভাগের সভাপতির কক্ষে এ দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিভাগের শিক্ষার্থী মেহজাবিন রিনভীর সঞ্চালনায় প্রফেসর ড. এ.কে.এম মতিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিশ্বিবিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা, অতিথি হিসেবে শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মাহবুবর রহমান, সাধারণ সম্পাদক প্রফেসর ড. আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। এছাড়াও আইন ও শরিয়াহ অনুষদের ডিন প্রফেসর ড. নুরুন নাহার, লোক-প্রশাসন বিভাগের প্রফেসর ড. নাসিম বানু, প্রফেসর ড. আসাদুজ্জামান, প্রফেসর মো. গিয়াস উদ্দিন, আইন ও মুসলিম বিধান বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ জহুরুল ইসলাম, আল-ফিকহ বিভাগের সভাপতি প্রফেসর ড. নুরুল ইসলাম, অর্থনীতি বিভাগের শিক্ষক প্রফেসর ড. মামুন, শারিরিক শিক্ষা বিভাগের পরিচালক মো. সোহেল রানা প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সদ্যবিদায়ী সভাপতি প্রফেসর ড. আসাদুজ্জামান নবনিযুক্ত সভাপতি প্রফেসর ড. জুলফিকার হোসেনের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এছাড়াও অনুষ্ঠানে বিভাগের পক্ষ থেকে উপস্থিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
এসময় প্রফেসর ড. জুলফিকার হোসেন যথাযথভাবে দায়িত্ব পালন করতে সবার কাছে সহযোগিতা কামনা কামনা করেন।
বাংলা৭১নিউজ/সিএইস