বাংলা৭১নিউজ, কুষ্টিয়া: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ ৫৩ শিক্ষার্থীর নাম প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আজ শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।
ইবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ স্বাক্ষরিত ২/শিক্ষা/ইবি-২০১৬/২৩৮১ নং স্মারকে এ তালিকা প্রকাশ করা হয়।
নিখোঁজদের মধ্যে রয়েছে ফোকলোর স্টাডিজ বিভাগের ৬ জন, ব্যবস্থাপনা বিভাগের ১১ জন, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ১৩ জন, মার্কেটিং বিভাগের ৫ জন এবং ফলিত রসায়ন ও রাসায়নিক প্রযুক্তি বিভাগের ১৮ জন।
বাংলা৭১নিউজ/এসএইস