বাংলা৭১নিউজ,ঢাকা: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ‘দ্য ইন্ডিপেন্ডেন্ট’ পত্রিকার সাংবাদিককে মারধর করায় ছাত্রলীগ কর্মী মিঠু কবিরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয় নিকটস্থ শেখ পাড়া বাজারে কয়েকজন বন্ধুকে নিয়ে ওই সাংবাদিককে পেটায় ছাত্রলীগের ওই কর্মী।
জানা গেছে, রাতে ‘দ্য ইন্ডিপেন্ডেন্ট’ পত্রিকার ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শাহ আলম ব্যক্তিগত কাজে শেখপাড়া বাজারে যায়। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ কর্মী মিঠু কবির এবং তার বন্ধু রুবেল হোসেন একা পেয়ে তাকে বেধড়ক পেটায়। পূর্ব শত্রুতার জের ধরে তার ওপর হামলা করা হয়েছে বলে জানা গেছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বিশ্বদ্যিালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়।
এ ঘটনায় শুক্রবার রাত ১১টায় বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান শাহিন ও সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে মিঠুকে সাময়িক বহিষ্কার করে।
হামলার ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ও ইবি প্রেসক্লাব ক্ষোভ ও নিন্দা জানিয়ে দ্রুত এর সুষ্ঠু বিচার দাবি করেছে।
বাংলা৭১নিউজ/সিএইস