বাংলা৭১নিউজ, ইবি প্রতিনিধি: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারীর সভাপতিত্বে এবং বাংলা বিভাগের শিক্ষক তিয়াশা চাকমার উপস্থাপনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-১ আসনের সাংসদ আব্দুল হাই এমপি, প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা, স্বাগত বক্তব্য রাখেন ইসলামের ইতিহাস ও সাংস্কৃতি বিভাগের প্রফেসর ড. মোহা: জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানে বক্তরা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এবং মার্চ মাসের গুরুত্ব সম্পর্কে আলোচনা উপস্থাপন করেন।
বাংলা৭১নিউজ/জেএস