বাংলা৭১নিউজ,ডেস্ক: ইন্দোনেশিয়ার একটি অবৈধ স্বর্ণখনিতে ভূমিধসে অন্তত ৬০ জনের প্রাণহানি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। সুলাওয়েসি দ্বীপের বোলাং মোঙ্গোন্দো এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে এবং উদ্ধারকারীরা অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন।
ইন্দোনেশিয়ার দুর্যোগ কর্তৃপক্ষ জানিয়েছে, আজ বুধবার ভোর পর্যন্ত একজনের লাশ উদ্ধার করা গেছে এবং অন্তত ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। দুর্যোগ কর্তৃপক্ষের এক মুখপাত্র জানিয়েছেন, ‘অস্থিতিশীল ভূমি এবং খনিতে অসংখ্য খাদ’ থাকার কারণে খনির নিচের কয়েকটি খুঁটি বিধ্বস্ত হলে এই দুর্ঘটনা ঘটে।
ইন্দোনেশিয়ার দুর্যোগ বিষয়ক সংস্থা এক বিবৃতিতে বলেছে, “অনুমান করা হচ্ছে মাটি আর পাথরের নিচে ৬০ জনের মতো মানুষ চাপা পড়তে পারে।”
ইন্দোনেশিয়ায় ছোট পরিসরে স্বর্ণের খনির কাজ করা নিষিদ্ধ হলেও গ্রামাঞ্চলের বিভিন্ন জায়গায় ব্যাপক পরিমাণে এ ধরণের খনির প্রচলন রয়েছে। সঠিক ব্যবস্থাপনার অভাব এবং সুষ্ঠু নজরদারি না থাকায় এসব খনিতে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে। আর্থিক অনটনের কারণে এ ধরণের অবৈধ কাজে জড়িয়ে পড়ে লোকজন।
বাংলা৭১নিউজ/সূত্র: পার্সটুডে