বাংলা৭১নিউজ, ঢাকা: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘কাপুরুষদের’ এই কর্মকাণ্ডে ভয় পাওয়ার কিছু নেই।
আজ ববার আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে এক যৌথসভায় তিনি এসব কথা বলেন।
নাসিম বলেন, “শুনলাম জাসদের অফিসে হাসানুল হক ইনুর উদ্দেশ্যে কাফনের কাপড় পাঠিয়েছে। ওরা কাপুরুষ, ওদের আমরা ভয় পাই না, আপনারাও কেউ ভয় পাবেন না।
সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, জাসদের একাংশের সাধারণ সম্পাদক শিরিন আক্তার, অপর অংশের সভাপতি শরীফ নূরুল আম্বিয়াসহ ১৪ দলের নেতারা উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/এস