বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। সেলিব্রেটি থেকে শুরু করে সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি সঙ্গে সাধারণ ব্যবহারকারীও রয়েছে ইনস্টাগ্রামে। যাদের মধ্যে আছে আট থেকে আশি সব বয়সী মানুষের। যেমনি ব্যবহারকারীর সংখ্যাও দিন দিন বাড়ছে তেমনি বাড়ছে সাইবার অপরাধীদের সংখ্যাও।
প্রায়ই অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাচ্ছে। তবে এখন অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেলে আর চিন্তার কোনো কারণ নেই। সেই অ্যাকাউন্ট আবার ফিরে পাওয়ার একটি সহজ পন্থা নিয়ে হাজির হয়েছে ইনস্টাগ্রাম। সম্প্রতি একটি বৈশিষ্ট্য যোগ করেছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা তাদের হ্যাক হওয়া অ্যাকাউন্ট রিট্রিভ করার সুযোগ পাবেন।
ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি হ্যাক হয়ে যায়, তাহলে খুব সহজেই তা রিট্রিভও করতে পারবেন। তার জন্য আপনাকে ফোন বা ডেস্কটপ থেকে ব্রাউজার খুলে Instagram.com/hacked টাইপ করতে হবে। সেই ব্রাউজার থেকে সরাসরি আপনার হ্যাক হওয়া ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রিট্রিভ করবে সংস্থা। একটি ব্লগপোস্টে এমনটাই জানিয়েছে ইনস্টাগ্রাম।
যেভাবে হ্যাক হওয়া ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পুনরুদ্ধার করবেন-
>> আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে যদি কোনো সমস্যার সম্মুখীন হন, তাহলে মোবাইল ফোন বা ডেস্কটপ থেকে Instagram.com/hacked– যান।
>> এখানে আপনাকে একাধিক অপশন দেখানো হবে। যদি মনে হয় অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছে, তাহলে সেই অপশন বেছে নিন।
>> এছাড়াও আপনি ফরগট ইওর পাসওয়ার্ড, লস্ট অ্যাক্সেস টু টু ফ্যাক্টর অথেন্টিকেশন বা ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিসেবলড এই সব অপশনগুলোর যে কোনো একটি বেছে নিতে পারেন।
>> আপনার অ্যাকাউন্টে কী সমস্যা হচ্ছে, সেই অপশনটা বেছে নিলে তারপর থেকে ধাপে ধাপে পদ্ধতিগুলো অনুসরণ করে নিলেই আপনার হ্যাক হওয়া অ্যাকাউন্ট আবারও ব্যবহারযোগ্য হয়ে উঠবে।
সূত্র: ট্রিবিউন ইন্ডিয়া
বাংলা৭১নিউজ/এসএইচ